Tennis:এশিয়ান টেনিস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। এশিয়ান টেনিস টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল, সোমবার। পাশাপাশি আগামীকাল থেকেই একযোগে মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্স এবং বাধারঘাট টেনিস সেন্টারে শুরু হবে এশিয়ান রেংকিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট। উল্লেখ্য টুর্নামেন্টে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা, ক্রিস্টাল সরকার এবং সপ্ততনু ঘোষ অংশ নিচ্ছে। আগামীকাল সকাল দশটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আবু সঈদ মোঃ হায়দার, ওএনজিসি-র এসেট ম্যানেজার তরুণ মালিক, সিআরপিএফ-এর ডিআইজি বিজয় কুমার প্রমূখ উপস্থিত থাকবেন। বলাবাহুল্য, প্রথমবারের মতো আগরতলায় আয়োজিত এশিয়ান টেনিস টুর্নামেন্টের মতো বড় আয়োজনে প্রাথমিক পর্যায়ে নেপাল, হংকং, কোরিয়া, কাজাকিস্তান ও বাংলাদেশ থেকে খেলোয়াড়রা অংশ নেবে বলে এন্ট্রি জমা করলেও শেষ মুহূর্তে অধিকাংশ দেশ-ই তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। শেষ পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বড় সংখ্যক খেলোয়াড়ের একটি টিম এতে অংশ নিতে এসেছে। যাদের মধ্যে অনূর্ধ্ব ১৬ বালক ও বালিকা বিভাগে যথাক্রমে সাফুর মইদ্দিন ও ঋতুজা সাহার মতো শীর্ষ বাছাই খেলোয়াড়রা রয়েছে। প্রায় ৫০টি এন্ট্রি এতে জমা পড়েছে বলে আয়োজক ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় জানিয়েছেন।