পিথোরাগড়, ১১ সেপ্টেম্বর (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ও বিধ্বস্ত উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধারচুলা। শনিবার ভোররাতের মেঘভাঙা বৃষ্টিতে অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গৃহহীন কমপক্ষে ৫৮টি পরিবার। রবিবার আকাশপথে সামগ্রিক পরিস্থিতি নিরীক্ষণ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে।
মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর দুর্গতদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সকলকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। পুষ্কর সিং ধামি বলেছেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, খোটিলা গ্রামে ৫৮টি পরিবার নিজেদের বাড়ি হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত রাস্তা শীঘ্রই মেরামত করা হবে। পুনর্বাসন ও আহতদের চিকিৎসার জন্য সমস্ত ধরনের প্রয়াস করা হচ্ছে।