নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসে)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। আরএসএস প্রধান মোহন ভাগবতের দীর্ঘায়ু কামনা করে পীযূষ গোয়েল টুইট করে লিখেছেন, ত্যাগ ও দেশের সেবায় নিবেদিত মোহন ভাগবতজির জীবন সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।
১১ সেপ্টেম্বর, রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসে)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবতের জন্মদিন। এদিন টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল লিখেছেন, আরএসএস-এর শ্রদ্ধেয় সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতজি ভারতীয়তার চেতনায় জনগণের জাগরণ এবং জাতির প্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ত্যাগ ও দেশের সেবায় নিবেদিত তাঁর জীবন সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।