Grameen Bank :গন্ডাছড়ায় গ্রামীণ ব্যাঙ্কে প্রতারক চক্র, অল্পতে রক্ষা পেলেন বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  সরকারি ঘরের টাকা তুলতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়লেন ৭০বছরের এক জনজাতি বৃদ্ধা মহিলা৷ ঘটনা শুক্রবার গন্ডাছড়া মহকুমার  নারায়ণপুর ভিলেজের বিষ্ণুরাম পাড়ায়৷ ৭০বছরের বৃদ্ধা খন্ডারুং রিয়াং সরকারি ঘরের ৪৮হাজার টাকা তুলতে যান গন্ডাছড়া গ্রামীন ব্যাঙ্ক থেকে৷ সঙ্গে ছিল নাতি৷ নাতি কোন এক কারণে বাজারে যান৷ 

দীর্ঘ দিন ধরে কিছু নেশা গ্রস্ত যুবক গন্ডাছড়া গ্রামীন ব্যাঙ্কে তাদের আস্তানা গেড়ে রেখেছিল৷ গ্রামীণ ব্যাংকে পরিষেবা নিতে আসা লোকজনদেরকে সাহায্য করার নাম দিয়ে তারা প্রতারণা করে চলেছে বলে অভিযোগ৷ সহজ-সরল মানুষের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে তারা টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে৷ একই কৌশলে বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়ে পুরো টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ৷ ব্যাংকের ভিতরে এ ধরনের প্রতারক চক্র প্রতিদিন আড্ডা জমালেও ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও জনগণের প্রশ্ণ উঠেছে৷ 

অসহায় বৃদ্ধা মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই মহিলা চিৎকার শুরু করেন৷ খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে এবং টাকা সহ তাদেরকে আটক করতে সক্ষম হন৷ এ ব্যাপারে গণ্ডাছড়া থানায় একটি অভিযোগ গৃহীত হয়েছে৷ এই ঘটনায় যারা জড়িত তারা নেশাচক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে৷ নেশাগ্রস্ত হয়েই তারা নানা অপকর্ম সংঘটিত করছে বলেও অভিযোগ মিলেছে৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷