কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : পুজো কমিটিগুলিকে দেওয়া রাজ্যের অনুদান নিয়ে বিতর্ক চলছে। এর জের গড়িয়েছে আদালত চত্বর পর্যন্ত। বৃহস্পতিবার এ নিয়ে মঞ্চে প্রকাশ্য মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এ বছর সেটাই ১০ হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের প্রশ্ন ছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে পারছে না সরকার, অথচ পুজোয় মোটা টাকা অনুদান কেন? গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও পর্যন্ত বহু মানুষ খাবার জল, ওষুধ পান, স্বাস্থ্য পরিষেবা ঠিক ভাবে পান না বলেও উল্লেখ করেছিলেন মামলাকারীরা। সেই মামলায় এ দিন হলফনামা পেশ করেছে রাজ্য।
পুজোর অনুদান প্রসঙ্গে অভিষেকের দাবি, ১০০ বার অনুদান দেওয়া হবে। তিনি বলেন, পুজোয় ২৫০ কোটি টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, কেন দেবে না? ১০০ বার দেবে। গুজরাটে যদি ৩০০০ কোটি টাকার মূর্তি করতে পার, ৮০০০ কোটি টাকার প্লেন কিনতে পার, মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ কোটি টাকা দিতে পারে না?
প্রসঙ্গত, বকেয়া ডিএ দেওয়ার আর্জি জানিয়ে আলাদা একটি মামলা হয়েছিল হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ সেই মামলায় নির্দেশ দিয়েছিল, রাজ্যকে তিন মাসের মধ্যে ওই বকেয়া ডিএ মেটাতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও এখনও ডিএ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের। এরই মধ্যে অন্য একটি মামলায় রাজ্যের দাবি, ডিএ বাকি নেই।