Tripura:জাতীয় সাঁতারে বৃহস্পতিবার ত্রিপুরার মেয়েরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। ছেলেদের পারফরমেন্স তলানিতে ঠেকেছে। তবে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ত্রিপুরার মেয়েরা আগামীকাল পুলে নামবে। মহিলা বিভাগের পঞ্চাশ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ত্রিপুরার তিলোত্তমা জমাতিয়া ও খুম্বার জমাতিয়া প্রাথমিক বাছাই পর্বের প্রতিযোগিতায় নামবে। এদিকে, শাকিবও আগামীকাল পুলে নামবে। পুরুষ বিভাগে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সঙ্গে থাকবে সতীর্থ অনীক কর্মকার, রিয়াজ ত্রিপুরাও। সাফল্য কতটুকু পাবে তা টের পাওয়া গেছে গত দুদিনের প্রাথমিক বাছাইয়ের প্রতিযোগিতায়। তবে আজ, বুধবার ৭৫-তম ন্যাশনাল অ্যাকোয়াটিক তথা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই পর্বে আকাশ, জাহির-রা কিন্তু তেমন সাফল্য পায়নি। গৌহাটিতে ড. জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্সে পাঁচ দিন ব্যাপী ৭৫-তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ সদস্য বিশিষ্ট রাজ্য দল এতে অংশ নিয়েছে। বুধবার দ্বিতীয় দিনে ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরার দুইজন সাঁতারু অংশ নিয়েছিল। মোট ৪২ জনের সিলেকশন ট্রায়ালে ত্রিপুরার জাহির হোসেন ২৬.২০ সেকেন্ড সময় নিয়ে ৩৪ তম এবং আকাশ ত্রিপুরা ২৬.৮২ সেকেন্ড সময় নিয়ে ৩৭-তম স্থান পেয়েছে। আগামীকাল ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ত্রিপুরার অনিক, সাকিব, রিয়াজ এবং মহিলাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে তিলোত্তমা, খুম্বাররা কেমন পারফরম্যান্স করে তাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *