ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। উদ্দেশ্য ভালো খেলোয়াড় বাছাই করে নেওয়া। জাতীয় ক্রিকেটে খেলার জন্য রাজ্য দল গঠনের উদ্দেশ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টিসিএ-বি টিম জয়ী হয়েছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্স নির্বাচকদের নজরে তুলে ধরার কাজটাও অনেকেই করেছেন। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের একদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি বুধবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারেও ক্রিকেটাররা একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে। আজ সকালে ম্যাচ শুরুতে টস জিতে টিসিএ টিম-এ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। টিম-বি ৪৯.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল সূত্রধরের ৪৩ রান, সত্যজিৎ দাসের ৩৬ রান, সম্রাট দাসের ৩৬ রান, প্রিয়াংশ মিত্রের ৩৫ রান এবং শ্রাবণ গোস্বামীর ২৭ রান উল্লেখযোগ্য। টিসিএ টিম-এ দলের করণ দে ৪৪ রানে ৫টি উইকেট তুলে নিয়ে নির্বাচকদের নজর কেড়েছে। এছাড়া, আকাশ দাস, রিব্রজিত দাস, সম্রাট বিশ্বাস, দীপ্তনু চক্রবর্তী ও অর্কজিৎ দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে টিসিএ টিম-এ নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যাওয়ার সাত বল বাকি থাকতে ২১১ রান সংগ্রহ করে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে দুর্লভ রায় ৩৮ রান, ওপেনার অরিজিৎ দেবনাথ ৩৬ রান, দ্বীপজয় দেব ২৭ রান এবং অর্কজীৎ পাল ২৬ রান সংগ্রহ করে। টিসিএ টিম-বি দলের বোলার তথাগত চক্রবর্তী, দেবরাজ দেব ও আনন্দ ভৌমিক প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, আকাশ আচার্য, রোহণ বিশ্বাস, সৌরভ সাহা ও দীপায়ন দাস প্রত্যেকে পেয়েছে একটি করে উইকেট। উল্লেখ্য, কোনও ব্যাটার্স আজ কিন্তু অর্ধশত রান পায়নি। তবে রাহুল সূত্রধর ৩৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৩ রান সংগ্রহ করে নির্বাচকদের কিছুটা নজর কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।
2022-09-07