CPIM:বাগুইআটিতে নিহত ছাত্রের বাড়িতে মন্ত্রী-সিপি, ক্ষোভের মুখে সিপিএম নেতৃত্ব

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপি ও কংগ্রেসের পর এ বার বাগুইআটিতে নিহত ছাত্রের বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন সিপিএম নেতৃত্ব। উদ্ভুত পরিস্থিতিতে নিহতের বাড়ি ছাড়তে বাধ্য হলেন তাঁরা।

মঙ্গলবার নিহতদের বাড়ি যাওয়ার পথে বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন স্থানীয়েরা। পড়শিরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা এর মধ্যে রাজনীতি চান না। বুধবার বিকেল নাগাদ বাগুইআটি-কাণ্ডে নিহত অতনু দের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন বলে খবর সূত্র মারফত।

বুধবার সন্ধ্যায় অভিষেক নস্করের বাড়িতে যান সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। প্রথমে তাঁরা মৃতের ছবিতে মালা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।

পরে পরিবার এবং পড়শিদের তরফে তাঁদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, তাঁরা রাজনীতি চাইছেন না। এর পরেই সিপিএম নেতৃত্বকে নিহতের বাড়ি ছাড়তে দেখা যায়। পরে তাঁরা বাইরে বেরিয়ে এলেও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যদিও সেলিম বলেন, ‘‘আমার গিয়েছি। পরিবারের সঙ্গে কথা বলেছি। তবে তৃণমূল যা করার তাই করেছে। আমরা এ বার অতনু দের (বাগুইআটি-কাণ্ডে আর এক নিহত) বাড়িতে যাচ্ছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *