অনন্তনাগ, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, অনন্তনাগের থাজিওয়ারা, বিজবেহারা এলাকায় একটি সুযোগের এনকাউন্টারে জঙ্গিদের মৃত্যু হয়েছে। এদিন পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “অনন্তনাগের থাজিওয়ারা, বিজবেহারা এলাকায় অনন্তনাগ পুলিশের এনকাউন্টারে দুই সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে।” তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।