নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷ বিশালগড়ে এক মাদক কারবারীর তান্ডবে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্থ৷ দীর্ঘদিন ধরেই মাদক কারবারির তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই হিংসাত্মক হয়ে উঠে ওই মাদক কারবারি৷ এ ধরনের এই ঘটনা প্রত্যক্ষ করলেন বিশালগড়ের নারাউরা এলাকার জনগণ৷ জানা যায় প্রকাশ্য দিবালোকে টাক্কাল দিয়ে এক প্রতিবেশিকে প্রাণে মারার চেষ্টা করে ঐ মাদক কারবারি৷ এলাকাবাসী আটক করে ওই কুখ্যাত মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনা সোমবার সকালে বিশালগড় থানাধীন নাড়াউরা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে প্রতিবেশি কৃষ্ণ নট্ট দাসের বাড়িতে গিয়ে আচকা হামালা চালায় মাদক ব্যবসায়ী স্বপন শিব৷ কোন কিছু বুঝে উঠার আগেই প্রতিবেশির টিনের বাউন্ডারি এবং গেইটে টাক্কাল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে৷ শব্দ শুনে কৃষ্ণ নট্ট দাসের স্ত্রী বাইরে বেরিয়ে এসে স্বপন শিবকে বাধা দিতে গেলেই তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে৷ মাকে বাঁচাতে নিগমানন্দ দাস দৌড়ে এসে স্বপন শিবকে বাধা দিতে চাইলে তার উপরও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়৷ পরে পুরো ঘটনা শুনে স্থানীয় জনগণ ঘটনাস্থলে জড়ো হয়ে স্বপন শিবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু এলাকাবাসীর তৎপরতায় এবং বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে জালে তোলা সম্ভব হয়৷ অভিযোগ, স্বপন বহু বছর ধরে এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে পরিবেশ বিষিয়ে তুলেছে৷ স্থানীয়দের তরফ থেকে অনেকবার সতর্ক করা সত্ত্বেও সে এই পথ থেকে সরে আসেনি৷ মাদক কারবারি হিসাবেই এলাকায় তার পরিচিতি৷ তার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় দাবি জানিয়েছে এলাকাবাসী৷ এলাকায় নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নেশাখোরদের উৎপাত বন্ধ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷
2022-09-05