নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর সেপ্টেম্বর ৷৷ আমরা বাঙালি দলের পক্ষ থেকে রবিবার এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি শিবনগর আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান ইত্যাদি নানা ইস্যুতে রবিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমরা বাঙালি৷ মিছিলটি আমরা বাঙালির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এবং রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় তাদের কার্যালয়ে এসে শেষ হয়৷ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আমরা বাঙালি দলের নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে চলেছে৷ প্রতি রাতেই কোন না কোন স্থানে চুরি ছিনতাই ডাকাতের ঘটনা ঘটছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করা হয়৷ সর্বোপরি বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৌলতে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ সরকার দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে আমরা বাঙালি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়৷ পাশাপাশি তারা আরও বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে সাধারণ মানুষের আয় বৃদ্ধির জন্য প্রশাসনিক কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ সরকারকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতেই আমরা বাঙালি দলের তরফ থেকে আজ প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷