মুর্শিদাবাদ, ২ সেপ্টেম্বর (হি.স.) : মুর্শিদাবাদে ৫৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলার রাণীনগর থানার পুলিশ । শুক্রবার রাণীনগর থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের নাম অভিষেক দত্ত এবং তিনি কাজীপাদা সাগরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আকাশি রঙের টোটো এবং একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই ফেনসিডিল বোতল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ খবর লেখা পর্যন্ত পুলিশ ধৃতদেরর জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে।

