কামারেড্ডিতে বিক্ষোভের মুখে নির্মলা, কনভয় আটকে আটক কয়েকজন কংগ্রেস সমর্থক

কামারেড্ডি, ২ সেপ্টেম্বর (হি.স.): তেলেঙ্গানার কামারেড্ডিতে কংগ্রেস সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেত্রী নির্মলা সীতারমন। শুক্রবার কামারেড্ডিতে নির্মলা সীতারমনের কনভয়ের পথ আটকানোর চেষ্টা করেছিলেন কংগ্রেস সমর্থকরা। নির্মলার কনভয় আটকে দেওয়ার চেষ্টা করার অভিযোগে কয়েকজন কংগ্রেস সমর্থককে আটক করেছে পুলিশ।

পরে, বিজেপি সমর্থকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সমর্থনে রাস্তায় নেমে স্লোগান দেন। পুলিশ হস্তক্ষেপ করে রাস্তা খালি করে দেয়। পুলিশি হস্তক্ষেপে কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। গন্তব্যের উদ্দেশে রওনা দেয় নির্মলা সীতারমনের কনভয়।