নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.) : গুজরাটের আরাবল্লী জেলায় আম্বাজি দর্শনে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা ।
শুক্রবার টুইট করে শাহ জানিয়েছেন, “গুজরাটের আম্বাজিতে পথ দুর্ঘটনায় ভক্তদের মৃত্যুর খবর শুনে দুঃখিত। যারা এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । ইশ্বর তাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। আমি আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছি।”
উল্লেখ্য, গুজরাটের আরাবল্লী জেলায় বেপরোয়া গাড়ির চাকায় পিষে প্রাণ হারালেন মোট ৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সকলে আম্বাজি দর্শন করতে যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৪ জন পায়ে হেঁটে আম্বাজি দর্শনে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে।