নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট মিখায়েল গর্বাচেভের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মোদী টুইটারে লিখেছেন, “আমি মিখায়েল গর্বাচেভের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন নেতৃস্থানীয় রাষ্ট্রনায়ক। তিনি ইতিহাসের গতিপথে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। আমরা ভারতের সাথে সম্পর্ক জোরদারে তাঁর অবদানকে স্মরণ করি এবং মূল্যায়ন করি।”
প্রসঙ্গত, মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন গর্বাচেভ৷ বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে ছিলেন গর্বাচেভ৷ দীর্ঘ কয়েক দশক ধরে চলা ঠান্ডা যুদ্ধের অবসানের কৃতিত্ব দেওয়া হয় অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রধান গর্বাচেভকেই৷ দুই জার্মানিকে ফের মিলিয়ে দেওয়ার কৃতিত্বও দেওয়া হয় তাঁকে।