বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী’, দিলীপ ঘোষ ‘গুন্ডা’, তোপ অভিষেকের

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভায় শুভেন্দু-দিলীপকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী।’ বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ অভিষেকের। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, বুকের পাটা থাকলে আমার নামে মানহানির মামলা করুন। দিলীপ ঘোষকেও ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন। জয় শাহর জাতীয় পতাকা বিতর্কে আক্রমণের ঝাঁজ বাড়ালেন অভিষেক। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়ে এমন কাজ করার জন্য উনি ছেলেকে ত্যাজ্য পুত্র করুন।

এর আগে অভিষেক কটাক্ষ করেন, ”বিএসএফের নাকের ডগায় কয়লা, গরু চুরি। পাচারের টাকা দিল্লি পৌঁছে যাচ্ছে। গরুপাচার আটকাতে ব্যর্থ কেন্দ্র। আর দোষ তৃণমূলের ঘাড়ে। এটা কোনও পাচার কেলেঙ্কারি নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।” বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেকের বক্তব্য, ”আগে ছাত্র-যুব সংগঠনের সঙ্গে লড়াই করুন, তারা ১০ গোল দেবে। পরে মমতার সঙ্গে লডা়ইয়ের কথা ভাববেন।”

এদিনের সভায় দুই প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একাধারে ছাত্র-যুবদের আন্দোলনকে অক্সিজেন জোগানো, অন্যদিকে বিজেপিকে তীব্র আক্রমণ – ২০২৪এর লোকসভা নির্বাচনে সুর বেঁধে দিল তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *