দক্ষিণবঙ্গে আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির; তিলোত্তমায় চড়বে পারদ, বাড়বে ঘর্মাক্ত গরম

কলকাতা, ২৬ আগস্ট (হি.স.): আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বৃষ্টি থামতেই চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে ঘর্মাক্ত গরম। আগামী ২৪ ঘন্টায় চড়তে পারে তাপমাত্রার পারদ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে দক্ষিণবঙ্গে, নতুন করে কোনও নিম্নচাপও তৈরি হয়নি। তাই আগামী কয়েকদিনে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে সামান্য। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।

বৃষ্টি থামতেই অস্বস্তি ফিরেছে তিলোত্তমায়, সকাল থেকেই প্রবল গরমের অনুভূতি বেশ বোঝা যাচ্ছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই রোদের দাপট ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। ঘর্মাক্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ফের কাহিল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গ।