BRAKING NEWS

উমরাংসোতে লোহার বিদ্যুতের খুঁটি বোঝাই টাটা মোবাইল গাড়ি আটক, ধৃত দুই

উমরাংসো (অসম), ২৫ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে পুলিশ প্রচুর সংখ্যার লোহায় তৈরি বিদ্যুতের খুঁটি বোঝাই টাটা মোবাইল মডেলের গাড়ি আটক করেছে। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ উমরাংসোতে টহল দেওয়ার সময় লংকাগামী এএস ১১ ডিসি ৯১৮৫ নম্বরের টাটা মোবাইল গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সংখ্যার বিদ্যুতের লোহার খুঁটি উদ্ধার করেছে পুলিশ।

উমরাংসো থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিপকো-র এই বিদ্যুতের লোহার খুঁটি চুরি করে লংকা নিয়ে যাওয়ার মতলবে ছিল সুমিত কুমার সাহা ও আবুল হুসেন নামের দুই ব্যক্তি। উমরাংসো পুলিশ ওই টাটা মোবাইল গাড়ি থেকে নিপকোর বিদ্যুতের লোহার খুঁটি উদ্ধার করার পাশাপাশি সুমিত কুমার সাহা ও আবুল হুসেনকে আটক করেছে।

এদিকে ধৃত দুই ব্যক্তি জানিয়েছেন, নিপকো-র বিদ্যুতের লোহার খুঁটি তারা চুরি করেননি, বিনোদ বাটারি নামের এক ব্যক্তি খুঁটিগুলি গাড়ি তুলে দিয়ে তা উমরাংসোর ১৬ কিলোতে নামানোর কথা বলেছিল। তবে ঘটনা সম্পর্কে নিপকো কর্তৃপক্ষ উমরাংসো থানায় এক এজাহার দাখিল করেছেন।

এদিকে এজাহারের ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এভাবে গাড়িতে করে যেভাবে প্রচুর পরিমাণে নিপকো-র বিদ্যুতের খুঁটি চুরি করে নিয়ে যাওয়ার পিছনে নিপকো-র কেউ জড়িত রয়েছে কিনা তা-ও তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, উমরাংসোতে এ ধরনের ঘটনা নতুন নয়, আগেও চুরির বহু ঘটনা সংগঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *