BRAKING NEWS

আটক তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

নদীয়া, ২০ আগস্ট ( হি.স.) : অবৈধভাবে বাংলাদেশ থেকে নদীয়া সীমান্ত পেরিয়ে আসার সময় ৩ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। শনিবার তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ধৃতেরা হল, বরকত আলী (২৬), রুবিনা বেগম (২২) ও আবিদা শেখ (২৬)। তারা সবাই বাংলাদেশের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে বরকত আলী জানান, তিনি এক মাস আগে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে ভারতে এসেছিলেন এবং মুম্বইয়ে কাজ করতেন। শুক্রবার তারা বাংলাদেশে ফিরছিলেন। কিন্তু তারা সবাই বিএসএফের হাতে ধরা পড়ে। আটক বাংলাদেশীদের ভালো মানসিকতা ও সুন্দর ব্যবহারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে দেয় বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *