নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : শনিবার আলাদাভাবে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং কিরেন রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য তথা রাজস্থান সরকারের মন্ত্রীরাও উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে এদিন উপ রাষ্ট্রপতির সচিবালয় থেকে টুইট করে জানিয়েছে “কেন্দ্রীয় রেল, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ উপরাষ্ট্রপতির বাসভবনে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেছেন।”
অন্য টুইটে, “কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু আজ উপরাষ্ট্রপতির বাসভবনে মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সাথে সাক্ষাৎ করেছেন।”
উপরাষ্ট্রপতির সচিবালয় টুইট করেছে, “লোকসভা সাংসদ পিনাকী মিশ্র, রাজ্যসভার সাংসদ ড. সস্মিত পাত্র আজ উপরাষ্ট্রপতির বাসভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
“রাজস্থান সরকারের মন্ত্রী উদয়লাল অঞ্জনা, লালচাঁদ কাটারিয়া এবং রাজেন্দ্র সিং যাদব উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেছেন” বলে অন্য একটি টুইটে জানানো হয়েছে।