নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি নতুন সংসদীয় বোর্ডও গঠন করেছেন তিনি। বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপি সংসদীয় বোর্ডে নতুন করে স্থান পেয়েছেন বি এস ইয়েদুরাপ্পা, সর্বানন্দ সোনোয়াল, কে লক্ষ্মণ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বাধীন বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রয়েছেন। বুধবার কেন্দ্রীয় নির্বাচন কমিটিও গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এই কমিটিতে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।