নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক সুকলছাত্র৷ আত্মহত্যার কারণ জানা যায়নি৷ ঘটনা রবিবার চাম্পাহাওর থানাধীন রাজনগরের উৎলাবাড়ীতে৷ উৎলাবাড়ী এলাকার জনৈক সুরজিৎ দেববর্মার ছেলে আকাশ দেববর্মা(১৩) এদিন নিজের ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে৷ ছেলেটি অষ্টম শ্রেণীর পড়ুয়া সুকলছাত্র৷ ঘটনার বিবরণে জানা যায়, সুরজিৎ দেববর্মা কাজ থেকে বাড়ী ফিরে আসেন সন্ধ্যা সাতটা নাগাদ৷ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ৷ অনেক ডাকাডাকি করে৷ ঘরের ভেতর থেকে কেউ সাড়া দেয়নি৷ ঘরের পেছনে জানালা দিয়ে দেখতে পায় ছেলে ঘরের ঝুলন্ত অবস্থায়৷ চিৎকার চেঁচামেচি করতে প্রতিবেশীরা ছুটে আসে৷ ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থা দেখে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎস মৃত বলে ঘোষণা করে৷ তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই বিষয়ে স্পষ্ট জানা যায়নি৷ আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ৷