ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস পালিত রাজ্যে

আগরতলা, ১১ আগস্ট : ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরপুরুষ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি কমিটির উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনন্য পুরুষ ক্ষুদিরাম বসুর ১১৪ তম  শহীদান দিবস আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এদিন শহীদ দিবসের পক্ষ করতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ ক্ষুদিরাম বসুর নাম চির স্মরণীয় হয়ে থাকবে। ক্ষুদিরাম বসু দেশ স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন।

কমিটির কর্মকর্তারা আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরও শহীদ ক্ষুদিরাম বসু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা যে প্রত্যাশা করেছিলেন ভারতবর্ষের নাগরিকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শহীদ ক্ষুদিরাম বসুর সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মতাদর্শে উদ্বুদ্ধ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্যের অন্যান্য স্থানেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *