BRAKING NEWS

রাজস্ব দপ্তরের সচিবকে ডেপুটেশন উদ্বাস্তু উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷  পশ্চিম জেলা এবং সিপাহীজল্য জেলা উদ্বাস্তু কমিটির সদস্যরা বুধবার মহাকরণে তিন দফা দাবির ভিত্তিতে রাজস্ব দপ্তরের সচিবের নিকট এক ডেপুটেশন পেশ করেন৷ ডেপুটেশন দলে উপস্থিত সদস্যরা বলেন যত সময় পর্যন্ত তাদের তিন দফা দাবি পূরণ না হচ্ছে তত সময় পর্যন্ত তারা পিছু হটবেন না৷ বাম আমলে বেছে বেছে কিছু পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হলেও সেই ঘর গুলিও সম্পন্ন হয়নি৷ সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, রিয়াং শরণার্থীদের  জন্য সরকার যেমন স্থায়ী ব্যবস্থা করেছেন ঠিক তেমনি তাদের ক্ষেত্রেও যেন সরকার স্থায়ী ব্যবস্থা করেন৷ এছাড়াও উগ্রপন্থীদের হামলায় তারা তাদের বাসস্থান ও অন্যান্য যাবতীয় সম্পত্তি হারিয়েছেন তাই ক্ষতিপূরণ বাবদ তাদের ৫ লক্ষ টাকা প্রদান করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *