নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরের চন্ডীপুর ব্লকের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
স্থানীয় লোকজনরা দুপুর নাগাদ পুকুরের মধ্যে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন৷ সঙ্গে সঙ্গে পুকুরের মালিক বিষয়টি প্রতিবেশীদের জানায় এবং খবর দেওয়া হয় থানার পুলিশকে৷ খবর পেয়ে কৈলাশহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুকুর থেকে মহিলার ভাসমান মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে খেয়ে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুকুরের মালিকসহ এলাকার লোকজন জানান তারা কেউ ওই মহিলাকে চিনেন না৷ স্বাভাবিক কারণেই প্রশ্ণ উঠেছে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ কিভাবে এখানে আসলো৷
এটি হত্যাকান্ড কিনা তা নিয়েও স্থানীয় জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ কৈলাসহর মহিলা থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে কৈলাশহর মহিলা থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড৷ পুকুরে ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
2022-08-07