ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। বিশ্বজিৎ শীল-এর দুর্দান্ত বোলিং। একাই ছয় উইকেটের দখল, ৩২ রানের বিনিময়ে। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে তুইকর্মা তুইসা-র হ্যাটট্রিকের সুবাদে তারা ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। পক্ষান্তরে
আবারও পরাজিত। টানা দ্বিতীয় ম্যাচে হেরে পিছিয়ে পড়লো মনুঘাট স্কুল। বুধবার তুইকর্মা তুইসা স্কুলের কাছে পরাজিত হলো মনুঘাট স্কুল। লংতরাই ভ্যালি ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তুইকর্মা তুইসা স্কুল ৭ উইকেটে পরাজিত করে মনুঘাট স্কুলকে। মনুঘাট স্কুলের ৭১ রানের জবাবে তুইকর্মা তৈসা স্কুল ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের বিশ্বজিৎ শীল ৬ উইকেট দখল করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্যাটিং ব্যর্থতায় মনুঘাট স্কুল মাত্র ৭১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রসেনজিৎ দাস একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। প্রসেনজিৎ ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। তুইকর্মা তুইসা স্কুলের পক্ষে বিশ্বজিৎ শীল (৬/৩২), দ্বীপজ্যোতি চক্রবর্তী (২/১৬) এবং তন্ময় চন্দ (২/২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে তুইকর্মা তুইসা স্কুল ৪১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার তরুপ দে ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। মনুঘাট স্কুলের পক্ষে ঈশান্ত শুক্লবৈদ্য (২/১৫) সফল বোলার। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ বিশ্বজিৎ শীল পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।
2022-08-03