রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল

আগরতলা, ২৭ জুলাই : রাজের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করে পঠন পাঠন অক্ষুন্ন রাখার দাবিতে এসএফআই এবং টিএসইউ বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে। রাজ্যের অন্যান্য স্থানেও এদিন প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে।

রাজ্যের প্রতিটি স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে এসএফআই এবং টিএসইউ বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে। এর অঙ্গ হিসেবে আগরতলায় ছাত্র যুব ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয়েছে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

মিছিলে অংশ নিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। শিক্ষকের অভাবে পঠন পাঠন স্তব্ধ হয়ে পড়ার উপক্রম। সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে পথ অবরোধ, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ সহ নানা আন্দোলন কর্মসূচি পালন করে চলেছে। বাম ছাত্র যুব সংগঠন এসএফআই এবং টিএসইউ রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট দূর করার জন্য অনতিবিলম্বে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে দাবি জানিয়েছে। কিন্তু এ ব্যাপারে ইতিবাচক কোন সাড়া পাওয়া যাচ্ছে না।

স্বাভাবিক কারণেই রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে, বলেন তিনি। তাঁর দাবি, উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র সংগঠন হিসেবে এসএফআই এবং টিএসইউ দায়িত্ব এড়াতে পারে না। সে কারণেই রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখার তাগিদে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগের দাবিতে রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের সামিল হয়েছে বাম ছাত্র সংগঠন। আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রতিবাদ বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সন্দীপন বাবু।

রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হলে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *