৭.০ তীব্রতার ভূমিকম্পে আতঙ্ক ফিলিপিন্সে; কাঁপল বহুতল, ভয়ে রাস্তায় বহু মানুষ

ম্যানিলা, ২৭ জুলাই (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় আবরা প্রদেশ। বুধবার ৭.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। জোরালো ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে বহু বহুতল, আতঙ্কে ও ভয়ে বহুতলের বাইরে রাস্তায় এসে দাঁড়ান অনেক মানুষজন। বেশি কিছু বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। ভিগান শহরে একটি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার সকাল ৮:৪৩ মিনিট নাগাদ লুজোনের প্রধান দ্বীপের পাহাড়ি ও হালকা জনবহুল প্রদেশ আবরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। পুলিশ জানিয়েছে, লা ত্রিনিদাদে ২৫ বছর বয়সী একজন নির্মাণ শ্রমিক মারা গিয়েছেন, তিনি তিন তলা ভবনে কাজ করছিলেন। আরও ৭ জন কর্মী প্রাণে বেঁচে গিয়েছেন। ডলোরেসে ভূমিকম্পের পূর্ণ শক্তি অনুভূত হয়েছিল।