নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরার প্রতিবাদে ফের গর্জে উঠল কংগ্রেস। রাস্তায় বসে বিক্ষোভ-প্রতিবাদ প্রদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেসের সাংসদ ও নেতা-কর্মীরা। মঙ্গলবার মা সোনিয়ার সঙ্গে ইডি-র দফতরে যান রাহুল গান্ধী, পরে সেখান থেকে পৌঁছন সংসদে। সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিল করে বিজয় চক পর্যন্ত যান রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতারা। বিজয় চকে রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আরও অনেক কংগ্রেস নেতা। পরে রাহুল গান্ধী-সহ অনেক নেতাকেই আটক করেছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, দীপেন্দর হুডা, রঞ্জিত রঞ্জন, কে সি বেণুগোপাল, মানিকম টেগোর, ইমরান প্রতাপগড়হি, কে সুরেশ প্রমুখ। আটক করার পর রাহুলদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
আটক হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, সমস্ত সাংসদরা এখানে এসেছেন। তাঁরা মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে কথা বলছেন। আমাদের এখানে বসতে দেওয়া হচ্ছে না। সংসদেও আলোচনা করতে দেওয়া হচ্ছে না এবং আমাদের গ্রেফতার করা হচ্ছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মানুষের ইচ্ছেতে আমরা প্রতিবাদ দেখাচ্ছি। বিরোধীদের ধ্বংস করার ও আমাদের কন্ঠরোধ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ। আমরা একটুও ভয় পাচ্ছি না, আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত, সোনিয়া গান্ধীকে জেরার প্রতিবাদে এদিন কর্ণাটক, বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।