Congress Protest: ফের ইডি-র মুখোমুখি সোনিয়া গান্ধী, দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সকালে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরা ও ছেলে রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ইডি-র দিল্লির দফতরে হাজিরা দেন সোনিয়া গান্ধী। বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন সোনিয়া গান্ধী।

এর আগে সোনিয়াকে সোমবার হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু নতুন করে সমন পাঠিয়ে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়। সেই মতো এদিন ইডি-র মুখোমুখি হয়েছেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, প্রথম পর্যায়ে সোনিয়া গান্ধীকে প্রায় ২ ঘন্টা ধরে জেরা করেছিল ইডি। সোনিয়াকে ইডি-র জেরার প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্য। মঙ্গলবারও সোনিয়াকে ইডি-র জেরার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বিক্ষোভ দেখান সর্বভারতীয় মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘ইডি-কে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *