Education:ইন্দিরা কলোনী হাই স্কুলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠন লাটে

তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ শহর সমতল পাহাড় সর্বত্রই শিক্ষক সংকট চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ তেলিয়ামুড়ার করকরি এলাকার ইন্দিরা কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়েও শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি উঠেছে৷ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে চলছে শিক্ষক স্বল্পতা৷ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষা পরিকাঠামো বৃদ্ধি না করে রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যে শিক্ষা প্রসারে শিক্ষা বিপ্লব ঘটাতে চাইছেন৷ এই শিক্ষক সঙ্কটের রেশ পড়লো তেলিয়ামুড়া শহর থেকে অনতিদূরে অবস্থিত তুইসিন্দ্রাই করকরি এলাকার ইন্দিরা কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে৷ 

এই বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৬ জন হলেও শিক্ষক-শিক্ষিকা রয়েছেন মাত্র তিনজন৷ প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার অভাবে ছাত্র-ছাত্রীদের পাঠদান দিতে পারছেন না শিক্ষকেরা৷ বর্তমানে ওই বিদ্যালয়ে  পাঠদান মুখ থুবড়ে পড়েছে৷ শিক্ষা বিপ্লবের নামে যতই লম্বা চওড়া ভাষণ হোক না কেন গোটা শিক্ষা ব্যাবস্থাটাই ক্রমান্বয়ে  তলানিতে গিয়ে ঠেকতে শুরু করেছে৷ একথাটা  রাজ্যশিক্ষা দপ্তরের আধিকারিকদেরও অজানার কথা নয়৷ ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে।  তবে কি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক স্বল্পতার অভাবে পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত হবে? এভাবেই কি চলছে  ত্রিপুরা রাজ্যের শিক্ষা বিপ্লব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *