জম্মু, ২৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কানাচক সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের উড়তে দেখা গেল একটি ড্রোন। ড্রোনের গতিবিধি নজরে আসতেই গুলি চালান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। এরপর সেই ড্রোনটি সম্ভবত পালিয়ে যায় পাকিস্তানের দিকে। বিএসএফ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে।
শনিবার সকালে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, শুক্রবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ কানাচক সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তানের দিক থেকে আলো জ্বলতে দেখা যায়, ড্রোনের গতিবিধি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা গুলি চালান। এরপর ড্রোনটি সম্ভবত ফিরে যায় পাকিস্তানের দিকে। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।