আগরতলা, ২০ জুলাই : বাড়ির পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অরুন দাস(৫৮)। এলাকাবাসীর দাবি, তাঁকে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগণ মৃতের পুত্রবধু এবং ছেলের শ্বাশুড়ীকে দায়ী করেছেন।
পুলিশ জানিয়েছে, আড়ালিয়া গুরুদাসপাড়া এলাকার বাসিন্দা ছিলেন অরুণ দাস। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যার জর্জরিত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর বক্তব্য, মৃতের ছেলে রূপক দাস প্রায়শই তার বাবার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা স্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। গোটা ঘটনাটি বর্তমানে তদন্ত সাপেক্ষ।
তবে এলাকাবাসীর দাবি, মৃতের ছেলে রূপক দাস খুন করেছে তার বাবাকে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত নেই। তবে এটি খুন না আত্মহত্যা তা তদন্তের পর বেরিয়ে আসবে।