আগরতলা, ১৯ জুলাই : ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির সাতটি মোর্চার উদ্যোগে সংযুক্ত কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে। এদিনের এ কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ভি. সতীশ জী, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সকল সদস্য সহ অন্যান্যরা।
এদিন ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ জানিয়েছেন মূলত সাংগঠনিক স্তরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন এই বৈঠকে প্রত্যেকটি মোর্চাকে নিয়ে আলাদাভাবে আলোচনা করা হয়েছে। যার ফলে দলের সাংগঠনের ভিত আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেছেন সমীর ঘোষ।