Matripalli:রাজধানীর মাতৃপল্লীতে সূচনা হল ঘুড়ি প্রতিযোগিতার

আগরতলা, ১৭ জুলাই৷৷ ঘুড়ি প্রতিযোগিতার সূচনা হল রবিবার রাজধানীর মাতৃপল্লী এলাকায়৷ গত ৩ বছর ধরে মাতৃ পল্লী এলাকায় এই পুরনো ঐতিহ্যবাহী খেলাটিকে  ধরে রাখার জন্য ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এবারও তার ব্যতিক্রম নয়৷ সারা রাজ্য থেকে ১০ টি টিম এইবারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন আধিকারিকেরা৷ গত বছর এই ঘুড়ি প্রতিযোগিতায় ৯ টি টিম অংশ নিয়েছিল৷ মূলত পুরনো স্মৃতি বা ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷ বর্তমানে ডিজিটাল যুগে এই খেলাগুলির অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে৷ এখনকার যুব সমাজ এই খেলাগুলি সম্পর্কে অবগতই নয়৷ তাই আগামীর ভবিষ্যতের কাছে এই সুন্দর পুরনো দিনের স্মৃতিগুলিকে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *