কলম্বো, ১১ জুলাই (হি. স.) : জ্বালানি সঙ্কটের জেরে এবার শ্রীলঙ্কার বিভিন্ন অংশে জরুরি অ্যাম্বুলান্স পরিষেবা বন্ধ হয়ে গেল। অসুস্থ রোগীকে হাসপাতাল কিংবা নার্সিংহোমে নেওয়ার জন্য আর অ্যাম্বুলান্স পাওয়া যাবে না।
সোমবার সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স পরিষেবা কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকের কাছে অনুরোধ জানানো হয়েছে, বিপদে পড়ে তাঁরা যেন ১৯৯০ নম্বরে ফোন করে অ্যাম্বুলান্স না ডাকেন। অর্থাৎ অসুস্থ রোগীকে হাসপাতাল কিংবা নার্সিংহোমে নেওয়ার জন্য আর অ্যাম্বুলান্স পাওয়া যাবে না। দেশের ১৮টি জেলার একাধিক জায়গায় জ্বালানি সঙ্কটের জন্য অ্যাম্বুলান্স পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। বাতিকালোয়া, অনুরাধাপুরা, পোলোন্নারুওয়া, পুত্তলাম, বাদুল্লা, মোনারাগালা, হাম্বানতোতার একাধিক শহরে মিলবে না পরিষেবা। ফলে ১৯৯০ নম্বরে জরুরি ফোন করে অ্যাম্বুলান্স পরিষেবার জন্য যেন অনুরোধ না জানানো হয়। কবে থেকে ওই সব জেলায় ফের অ্যাম্বুলান্স পরিষেবা চালু করা যাবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স পরিষেবা কর্তৃপক্ষ।
অন্যদিকে, আরও কয়েকদিন যে জ্বালানি সঙ্কট পোহাতে হবে দেশবাসীকে তা জানিয়ে দিয়েছেন দ্বীপরাষ্ট্রটির বিদ্যুৎ ও শক্তি মন্ত্রী কাঞ্চন উইজেশেখারা । এদিন সাংবাদিকদের তিনি বলেন, গত শনিবার দেশে পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ আসার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা এসে পৌঁছয়নি। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে ডিজেলবাহী কার্গো এবং ২২ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে পেট্রলবাহী কার্গো এসে পৌঁছতে পারে।