Arrested:নকশালবাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

নকশালবাড়ি, ১০ জুলাই (হি.স.):  নকশালবাড়ির   খালপাড়া মাঠ থেকে দশ গ্রাম ব্রাউন সুগার সহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃত দু’জনেই খালপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে খালপাড়াতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃতরা ব্রাউন সুগার বিক্রি করতে খালপাড়া মাঠেই দাঁড়িয়ে ছিলেন। তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা পায় পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম সন্নু সিংহ (২৬) এবং পূর্ণ লাল সিংহ (৩৯)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। সেইসময় ব্রাউন সুগারের ক্রেতা-বিক্রেতা উভয়কেই ধরা হয়। তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে মোট দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।  তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।