BJP :বিজেপি সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  বিজেপি সদর শহর জেলার উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্রভবনে দলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা৷  বৈঠকের প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন সদর শহর জেলার সভাপতি অসীম সাহা৷  তারপরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় বৈঠকের৷  

মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানায়৷ এরপরে রাজ্য স্তরের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ এই বৈঠক একেবারে জেলা স্তর থেকে শুরু করে মন্ডল স্তর পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ মূলত দলের বিভিন্ন বিষয় অর্থাৎ দলের আগামী দিনের কার্যক্রম এবং বিগত দিনে যে কাজ গুলো হয়েছে সেগুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের  বৈঠকে৷