Rath Yatra:শিলিগুড়িতে মহ আড়ম্বরে পালিত হল উল্টো রথযাত্রা, রথের দড়ি টানল অগনিত ভক্ত

শিলিগুড়ি, ৯ জুলাই (হি. স.) : শনিবার উল্টো রথে মাসির বাড়িতে ৯ দিন কাটিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরলেন নিজের বাড়িতে। এদিন ফের রাজবেশ ধারণ করে এই তিন দেবদেবী রথে চড়ে ফেরেন শ্রীধামে। এই উল্টো রথের দড়িতে টান দিতে হাজির হয়েছিলেন অগণিত ভক্ত। এই চিত্র গোটা দেশ জুড়ে।

উল্টো রথেও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। শিলিগুড়ি ইসকন মন্দির, শ্রী কেশব গৌড়ীয় মঠ, রথখোলা, বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দির সহ একাধিক মন্দিরে রথযাত্রা এদিন পালিত হয়েছে উল্টো রথযাত্রা। এই রথের দড়ি টানতে অগনিত ভক্ত উপস্থিত হয়েছিলেন।

মহা আড়ম্বরে চালসায় পালিত হয়েছে উল্টো রথ। চালসার শ্ৰী শ্ৰী সীতারাম বাবাজি রাধাগোবিন্দ আশ্রমের তরফে রথযাত্রার ও রথ মেলার আয়োজন করা হয়েছিল। শনিবার উল্টো রথযাত্রা উপলক্ষে রাধাগোবিন্দ আশ্রমে বিশেষ পুজো হয়। ভক্তদের জন্য বিশেষ ভোগের বাবস্থা করা হয়। এদিন উল্টো রথ চালসা সহ সংলগ্ন এলাকা পরিক্রমা করে।

প্রথা ও ঐতিহ্য মেনে উল্টো রথযাত্রা পালিত হল রায়গঞ্জ ইসকন মন্দিরে।এই উপলক্ষ্যে রায়গঞ্জ ইসকন মন্দিরে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু ভক্তের সমাবেশ দেখা যায় মন্দির প্রাঙ্গণে। কীর্তন, নাটক ও ভোগারতির পর বিকেল ৪ টায় মন্দির প্রাঙ্গন থেকে সুসজ্জিত রথ বের হয়ে শহর পরিক্রমার পর দেবীনগরে নিজের বাড়িতে পৌঁছান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এদিন রায়গঞ্জের দেবীতলা থেকে টোটোর রথে চড়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানি কান্তনগরে নবনির্মিত ইসকন মন্দিরে আসে।

উল্টো রথের দিনে হরিশ্চন্দ্রপুরে ঐতিহ্যবাহী কুড়ি ফুটের পিতলের রথে চেপে মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরলেন জগন্নাথ বলরাম সুভদ্রা। দু’বছর পর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় হরিশ্চন্দ্রপুর এলাকায় উন্মাদনা ছিল তুঙ্গে। উল্টো রথে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় এলাকায় প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। হরিশ্চন্দ্রপুরের বিখ্যাত কুড়ি ফুটের পিতলের রথ এদিন হরিশচন্দ্রপুর থানা মোড় থেকে যাত্রা শুরু করে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত পরিক্রমা করে আবার নিজের নাট মন্দিরে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *