শ্রীনগর ও জম্মু, ৯ জুলাই (হি.স.): আবহাওয়া মোটেও ভালো নয়, তাই আপাতত সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় শুরু হয়ে যাবে পবিত্র এই যাত্রা। সোনমার্গের বালতাল বেস ক্যাম্পে অপেক্ষারত তীর্থযাত্রীদের শনিবার জানানো হয়েছে, আজকের জন্য তাঁদের তাঁবুতেই থাকতে হবে, কারণ সেখানকার (অমরনাথ গুহা) আবহাওয়া পরিষ্কার নয়। এদিন ভোরেও তীর্থযাত্রীদের একটি ব্যাচ জম্মু বেস ক্যাম্প থেকে বালতাল এবং পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে, অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫, আহতের সংখ্যা ৪০। জলস্রোতে ভেসে গিয়েছে তীর্থযাত্রীদের শিবির। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধারে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে ইন্দো-তিবব্ত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। উদ্ধারের জন্য নামানো হয়েছে হেলিকপ্টার। শনিবার সকালেই হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয় ৬ জন তীর্থযাত্রীকে। মেঘভাঙা বৃষ্টিতে যে স্থান বিধ্বস্ত সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, কোভিডের জন্য গত দু’ বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল যাত্রা। এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী দর্শন করেছেন। এরইমধ্যে মধ্যে মেঘভাঙা বৃষ্টিতে ঘটে গেল অঘটন।