নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ বামুটিয়ার কালীবাজার সংলগ্ণ কালীচরণ টিলায় এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতা বৃদ্ধার নাম হরিদাসী দাস৷ বয়স অনুমানিক ৮০ বছর৷ জানা যায় ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে এই বার্ধক্য জনিত না রোগে ভুগছিলেন৷ পরিবারের লোকজনরা সাধ্যমত তার চিকিৎসাও করাচ্ছিলেন৷ বুধবার সকালে ওই মহিলার ঘর থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ পরিবারের লোকজনরা বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের ডেকে আনেন৷ খবর দেওয়া হয় লেফুঙ্গা থানার পুলিশকে৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ ঘরের ভেতর থেকে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বার্ধক্য জনিত রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই ওই বৃদ্ধা আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷