গুয়াহাটি, ৫ জুলাই (হি.স.) : আজ মঙ্গলবার রাতের দিকে অসমে আসবেন রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু৷ গুয়াহাটি এসে তিনি বিজেপি এবং শরিক দলের বিধায়কদের কাছে ভোট যাচ্ঞা করবেন৷
জানা গেছে, রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু আজ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোজা এসে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাত সাড়ে আটটায়৷ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা সহ অন্যরা৷ বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে পাঁচতারকা হোটেল রেডিছন ব্লু-তে৷
আজ রাত হোটেল রেডিছন ব্লু-তে কাটিয়ে আগামীকাল সকালে বিজেপি এবং জোটশরিক বিধায়কদের সঙ্গে বসবেন৷ এছাড়া জানা গেছে, বিরোধী দলের বিধায়কদেরও তাঁর সঙ্গে একত্রে বসার আহ্বান তিনি জানিয়েছেন৷ বিজেপি সহ শরিক এবং বিরোধী সব দলের বিধায়কদের সমর্থন চেয়ে ভোট যাচ্ঞা করবেন রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু৷
উল্লেখ্য, অসমে একেকজন বিধায়কের ভোটের মূল্য ১১৬। সে হিসাবে অসমে মোট ভোটের মূল্য ১৪,৬১৬।