পোর্টব্লেয়ার, ৪ জুলাই (হি.স.): এক-দু’বার নয়, পরপর সপ্তমবার হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সমুদ্র। সোমবার বেলা ১১.০৫ মিনিট নাগাদ প্রথমে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সমুদ্রে। এরপর ১.৫৫ মিনিট, ০২.০৬ মিনিট, ২.৩৭ মিনিট, ০৩.০২ মিনিট, ০৩.২৫ মিনিট ও ৩.৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সাগরে। প্রতিটি ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জজুড়ে আতঙ্ক তৈরি হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, সোমবার বেলা ১১.০৫ মিনিট নাগাদ প্রথমে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সমুদ্রে। এরপর ১.৫৫ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার কম্পন, ০২.০৬ মিনিটে ৪.৬ তীব্রতা , ২.৩৭ মিনিটে ৪.৭ তীব্রতা, ০৩.০২ মিনিটে ৪.৪ তীব্রতা, ০৩.২৫ মিনিটে ৪.৬ তীব্রতা ও ৩.৩৯ মিনিটে ৩.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সাগরে। একাধিক আফটার শক সত্ত্বেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।