Devendra Fadnavis:উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা মুন্ডে

মুম্বই, ১ জুলাই ( হি. স.) : শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘন্টা পরে নবনিযুক্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে।

বৃহস্পতিবার গভীর রাতে ফড়নবিসের বাসভবনে বৈঠক করেন এবং প্রায় আধা ঘন্টা ধরে চলেছিল বলে শুক্রবার মুন্ডের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্দের নেতৃত্বে একটি নতুন সরকার ফড়নবিসকে নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। মুন্ডে পূর্ববর্তী শিবাসেনা-এনসিপি-কংগ্রেস সরকারের সামাজিক ন্যায়বিচারের মন্ত্রী ছিলেন। ফড়নবিসের সঙ্গে মুন্ডের ভালো সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তিনি মূলত বিজেপির সঙ্গে ছিলেন, কিন্তু তাঁর কাকা তথা প্রবীণ বিজেপি নেতা প্রয়াত গোপীনাথ মুন্ডের পর দল ছেড়ে দেন।