National Power Lifting :জাতীয় পাওয়ার লিফটিং হায়দ্রাবাদে সাফল্যের লক্ষ্যে রওয়ানা রাজ্যদলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। রওয়ানা হলো ত্রিপুরা দল। হায়দরাবাদের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত জাতীয় সাবজুনিয়র, জুনিয়র এবং মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। তাতে অংশ গ্রহণ করবে ত্রিপুরা। ৫-‌১০ জুলাই হবে আসর। আসরে অংশ নিতে বৃহস্পতিবার রওয়ানা হলো তাতে ৩০ সদস্যের রাজ্য দল অংশ নিচ্ছে। আসরে সাফল্য পাওয়ার লক্ষ্য দুবেলা কঠোর অনুশীলন করেছেন রাজ্যদলের খেলোয়াড়রা। ৭ জুন এন এস আর সি সি-‌র ভারোত্তোলন হলে হয় নির্বাচনী শিবির। তাতে ৩০ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছিলো। নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ২৯ জুন পর্যন্ত হয় বিশেষ প্রশিক্ষণ শিবির। এন এস আর সি সিতে। জাতীয় আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী কোচ রাণা দেব। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি খেলোয়াড়কে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। কোচ রাণা দেব এবং কাজল দাসের তত্বাবধানে হয়েছে ত্রিপুরা দলের খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ শিবির। ‌
ত্রিপুরা দল:‌ সাবজুনিয়র (‌বালক)—মহম্মদ ইসমাইল, জয়দীপ বনিক, দীপু ত্রিপুরা, ড্যানিয়েল জমাতিয়া, বরুণ শর্মা,
(‌বালিকা)—সঙ্গিতা চৌধুরি, শিখা মল্লিক, জিসা চাকমা, রঙ্গা দেবী দেববর্মা, শ্রেয়া আচার্য, সুশ্মিতা দে। জুনিয়র (‌বালক)—রজত কুমার দাস, অরিন্দম সিনহা, বিপ্রজিৎ রায়, শুভ্রদীপ সরকার, অর্পন সূত্রধর, প্রীন্স বর্মন, গোপাল সাহা। (‌বালিকা)—অনিন্দিতা সরকার, মাস্টার্স (‌১)‌‌— প্রণব ভৌমিক, স্বপন দাস, ‌‌‌‌ মাস্টার্স (‌২)— নির্মল দাস, সমীর দে, জয়ন্ত মজুমদার,  মাস্টার্স (‌৩)—অমল কুমার ঘোষ এবং কুমুদ বনিক।  কোচ:‌ রাণা দেব (‌পুরুষ), কাজল দাস (‌মহিলা), ম্যানেজার:‌ শম্ভু নাথ সাহা (‌পুরুষ), তপন কুমার আচার্য । ‌‌‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *