করিমগঞ্জ (অসম), ২৯ জুন (হি.স.) : বন্যার সুযোগ নিয়ে ড্রাগস কারবারিরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। সপ্তাহখানেকের মধ্যে করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা থেকে দুবার মাদক কারবারি সহ বহু নেশাদ্রব্য উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার শহর সংলগ্ন টিলাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
ডিএসপির নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক হেরোইন ভরতি কুড়িটি কৌটা সহ দুজনকে পাকড়াও করা হয়েছে। ধৃত দুজনকে টিলাবাজার এলাকার খসরু উদ্দিন ও নিজাম উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে দিন-চারেক আগে শহরের লক্ষ্মীচরণ রোড এলাকা থেকে প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইন সহ দুজনকে আটক করেছে পুলিশ। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। দুই ড্রাগস কারবারি বিধান কুরি ও নয়ন কুরিকে ড্রাগস সহ আটক করে পুলিশ।
সীমান্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকদিন পর পর উদ্ধার হচ্ছে ড্রাগস। ধরা পড়ছে ড্রাগস কারবারিও। কিন্তু কোনওভাবেই অবৈধ ড্রাগস কারবারে লাগাম টানা যাচ্ছে না। পুলিশও অবশ্য বসে নেই। ড্রাগস-মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে পুলিশও ড্রাগসের বিরুদ্ধে অভিযান তীব্র করে তুলেছে। আর এতে একের পর এক সাফল্যও পাচ্ছে পুলিশ প্রশাসন।