লখনউ, ২৫ জুন ( হি. স.) : বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী রাষ্ট্রপতি পদের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ঘোষণা করেছেন। তিনি বলেন, তাঁর দলের এই সমর্থন এনডিএ বা বিজেপির পক্ষে নয়, উপজাতি সমাজের কঠোর পরিশ্রমী মহিলাদের জন্য। একইসঙ্গে বিএসপিকে বিরোধী জোট থেকে আলাদা করে রাখার জন্য বিরোধী নেতাদের দায়ী করেন মায়াবতী।
মায়াবতী লখনউতে সাংবাদিকদের বলেন, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে তাল মিলিয়ে প্রার্থী দেওয়ার ভান করছে। অন্যদিকে, বিএসপিকে বিরোধী জোট থেকে আলাদা করে রাখছে বিরোধী দলগুলো। তিনি আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ জুন বিরোধী দলগুলির একটি বৈঠক ডেকেছিলেন। শুধুমাত্র নির্বাচিত দলগুলিকে এতে আমন্ত্রণ জানান হয়েছিল। একইভাবে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেই বৈঠক থেকেও দূরে রাখা হয়েছিল বিএসপিকে। এটি তাদের বর্ণবাদী মানসিকতার পরিচয় দেয়। এমতাবস্থায় বিরোধী দলগুলোর ঐক্যের ঘোষণা স্রেফ একটা লোক দেখানো চালাকি।