BRAKING NEWS

Indian Navy :দুটি যুদ্ধজাহাজ দক্ষিণ পূর্ব এশিয়ায় মোতায়েন করল ভারতীয় নৌবাহিনী

নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : ভারত এবং ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে দক্ষিণ পূর্ব এশিয়ায় দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। দুটি জাহাজই আজ ২৪ থেকে ২৯ জুন ভিয়েতনামের হো চি মিন সিটি পরিদর্শন করবে। উভয় ভারতীয় যুদ্ধজাহাজের এই বন্দর পরিদর্শন দুই নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করার প্রয়াস।

নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়ালের মতে, ভারত ও ভিয়েতনামের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে এবং এই অঞ্চলে নিশ্চিদ্র নিরাপত্তায় অবদান রাখতে আইএনএস সহ্যাদ্রি এবং আইএনএস কামোর্তা পাঠানো হয়েছে। নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লার নেতৃত্বে দুটি জাহাজই ২৪থেকে ২৬ জুন পর্যন্ত মোতায়েন করা হবে। এই সফর দুদেশের মধ্যে নৌবাহিনীর সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব জোরদার করার প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *