পাটনা, ২৪ জুন (হি.স.): যেনতেন প্রকারে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শুক্রবার এমনই দাবি করেছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদব। মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটের জন্য বিজেপিকে দুষে তেজস্বী যাদব বলেছেন, মহারাষ্ট্রে যা ঘটছে তা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, বিজেপি যেনতেন প্রকারে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে অস্থিতিশীল করছে। মহারাষ্ট্রে যা ঘটছে তা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। হয় তাঁরা চাপ দেয়, ভয় দেখায় অথবা কিনে নেয়। এমনকি বিহারেও মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চাপ দেওয়া হয়েছিল এবং রাজ্যে একই ঘটনা ঘটেছে।”