নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন সমগ্র ভারত জুড়ে সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা প্রশংসিত হয়েছে। তৃণমূল স্তরের সমস্যা সম্পর্কে তাঁর জ্ঞান ও ভারতের উন্নয়নের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অসামান্য।”
প্রধানমন্ত্রী ছাড়াও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, “এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুজির সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। রাষ্ট্রপতি পদে তাঁর নাম ঘোষণায় আদিবাসী সমাজ খুবই গর্বিত। তাঁর প্রশাসনিক ও সর্বজনীন অভিজ্ঞতা সমগ্র দেশের জন্য উপকৃত হবে, এ বিষয়ে আমি নিশ্চিত।”
প্রসঙ্গত, শুক্রবারই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু।